সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ৮ - যোগাযোগে নিয়ম মানি (পর্ব -১ )

যোগাযোগে নিয়ম মানি
আমরা প্রতিদিন নানাজনের সঙ্গে যোগাযোগ করে থাকি। ‘যোগাযোগে নিয়ম মানি’ সম্পর্কে জানতে গিয়ে আমরা নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। শব্দগুলো সম্পর্কে নিচে বর্ণনা দেওয়া হলো।
যোগাযোগ
বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য যে প্রক্রিয়ায় আমরা আমাদের মনের ভাব, চিন্তাধারা, অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি একে অপরের সঙ্গে আদান–প্রদান করি, তাকে যোগাযোগ বলে। তথ্য আদান–প্রদানের একটি মাধ্যম বা উপায় হলো যোগাযোগ। এটি হতে পারে মানুষ থেকে মানুষ কিংবা যন্ত্র থেকে যন্ত্র।
মৌখিক যোগাযোগ
কোনো উদ্দেশ্য অর্জনের জন্য শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে। যেমন বিদ্যালয়ে আমরা সহপাঠীদের সঙ্গে সরাসরি কথা বলি।
https://www.akshharam.com/globalpannel/public/images/1737373768.jpg